পারিবারিক বিবাদের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে চাকু দিয়ে খুন করার অভিযোগ দেওরের বিরুদ্ধে। সোমবার সকাল সাতটা নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো ধূলিয়ান পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তারবাগানের কামাত এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রিমা খাতুন(২০)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দেওর রুবেল শেখ। সামশেরগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয়।