করোনা আবহে তৃতীয় দফায় লকডাউন চলছে দেশজুড়ে। মারন ভাইরাসের সাথে যুদ্ধ চালাতে আজ ঘরবন্দি মানুষ। এরই মধ্যে উপার্জন না থাকায় পেটে টান পড়েছে সাধারণ মানুষের। তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন দেবাশিস নাথ। লকডাউনের পর ২৫শে মার্চ থেকেই প্রতিনিয়ত রান্না করা খাবার বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। নিত্যদিন কলকাতার আনন্দপুরে প্রায় ৩০০০ মানুষকে রান্না করা খাবার সরবরাহ করছেন তিনি, কোন প্রকার আর্থিক সহায়তা ছাড়াই, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। যার জেরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সেখানকার সাধারণ মানুষ। তার এই উদ্যোগ স্বাভাবিক ভাবেই সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।