কলকাতার মেডিক্যাল কলেজের কর্ত্পক্ষ নতুন নির্দেশিকা জারি করেন, যেখানে বলা হয় সব চিকিৎসকের করোনা ওয়ার্ডে কাজ করতে হবে। অন্য সূত্র থেকে জানা যায়, রাজ্যে গঠিত করোনা ম্যানেজমেন্ট টাস্ক ফরস এই হাসপাতাল পরিদর্শন করে। আরও জানা যায় তারা সেই ওয়ার্ডের প্রধানদের নিয়ে আলোচনাও করেন। সেখানেই জানা যায় করোনা বিভাগের দায়িত্ব সব চিকিৎসক নেবেন। এই বৈঠকের পরেই জানায় সব বিভাগের চিকিৎসক যেমন রেডিওথেরাপি, নিউর, চর্ম, মনো রোগ সবাই করোনা বিভাগে কাজ করবে। যত তাড়াতাড়ি সম্ভব ডিউটির তালিকা তৈরি করতে বলেছেন সরকার। প্রত্যেক চিকিৎসকের সাথে থাকতে হবে মেডিসিন বিভাগের ডাক্তারদের। কলকাতার মেডিক্যাল কলেজ থেকেই গঠিত হবে নতুন দল যার নাম ‘কোভিড পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্তেম’। এই দলের জন্য রোগীর পরিবার রোগীর সম্পর্কে সবরকম তথ্য পাবেন। এই প্রক্রিয়াটিতে সরকারি ও বেসরকারি সব হাসপাতালের সদস্য থাকবেন বলে জানিছেন তারা।
