করোনা যেন পিছু ছাড়ছে না হুগলী জেলার কোন্নগর কানাইপুরের।আবার করোনা পজেটিভের হদিস মিলল কানাইপুর পঞ্চায়েতের বারোজীবী বাঁশতলা এলাকার বাসিন্দার।বৃহস্পতিবার কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান, আক্রান্ত ব্যক্তি কলকাতা বড়বাজারে কাজে যেতেন সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। আগে কানাইপুরে তিন জন করোনা আক্রান্ত হয়েছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।আবার নতুন করে আক্রান্তের হদিস মিলতে চিন্তা বাড়লো এলাকার বাসিন্দাদের।এদিন ওই এলাকা সানিটাইজ করা হয় পঞ্চায়েতের তরফ থেকে।