করোনা মোকাবিলা দীর্ঘ লকডাউনের জেরে পেটে টান পড়েছে সাধারণ মানুষের। তার উপর ঘূর্ণিঝড় আমফানের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের জনজীবন। আর এই পরিস্থিতিতে করোনা ও আমফান বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল চিত্তরঞ্জন দে সেবা ট্রাস্ট। শনিবার এই ট্রাস্টের উদ্যোগে জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের জন্য আয়োজিত হয় এক ত্রাণ শিবির। চারদিন ধরে চলবে এই ত্রাণ শিবির। এদিন এই উদ্যোগের প্রথম দিনে ত্রাণ শিবিরের আয়োজন করা হয় জেটিয়া বারোয়ারিতলায়। প্রায় ১১ রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় এদিন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় আইচ, ট্রাস্টের প্রতিষ্ঠাতা গৌর সুন্দর দে সহ অন্যান্যরা। এই উদ্যোগে ভিনদেশি স্বেচ্ছাসেবকরাও সাহায্য করেছেন বলে জানান তারা। এছাড়াও করোনা ভাইরাস ও আমফানের জেরে বিধ্বস্ত দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসারও আশ্বাস দেন ট্রাস্ট কর্তৃপক্ষ। এদিনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জেটিয়া বিজেপি কর্মীবৃন্দ।