প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডি আর ডি ও ( ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ইলেকট্রিক্যাল , মেক্যানিকাল ,ফিজিক্স , কেমিস্ট্রি সহ ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে। এছাড়া সায়েন্টিস্ট বি পদে ৩১১ জন কে নিয়োগ করা হবে।
ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে নেট বা get পরীক্ষার নম্বর এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। তবে ইন্টারভিউ নেওয়া হবে দিল্লি তে।
অনলাইন দরখাস্ত করতে হবে https://rac.gov.in এই ওয়েবসাইটে। আবেদন করা যাবে ১০ জুলাই পর্যন্ত । অনলাইন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। মহিলা, প্রতিবন্ধী এবং সংরক্ষণ কোটার জন্যে কোনো ফি লাগবে না।
আরো বিস্তারিত তথ্যের জন্যে উপরিয়ক্ত ওয়েবসাইট এ নজর রাখুন।