জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে পিস্তল নিয়ে হামলা, বাড়ি ভাঙচুর। ঘটনায় আহত হন ৩ জন। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর ২ নম্বর ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের কাশিনাথপুর গ্রামে। জানা গিয়েছে এক জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ লেগেছিল সমরেশ মেটা ও অশোক মেটা নামে সম্পর্কে দুই ভাই-এর মধ্যে। সমরেশ মেটা সপ্তাহ খানেক আগে ওই জমির উপর একটি বাড়ি তৈরি করলেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ মঙ্গলবার গভীর রাতে দলবল নিয়ে হামলা চালায় অশোক মেটা। প্রথমে পিস্তল দেখিয়ে খুন করার হুমকি দেওয়া হয় সমরেশ মেটা ও তার পরিবারকে। এরপর এই পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয় সমরেশ ও তার ছেলে শুভময়কে। আহত হয় সমরেশের স্ত্রীও। লাঠি রড দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় সমরেশের বাড়ি। এরপর তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় বন্দুকবাজের দল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কিত সমরেশ ও তার পরিবার। ইতিমধ্যেই অভিযোগ নিয়ে দাসপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।