নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১নম্বর পঞ্চায়েতের অন্তর্গত প্রফুল্ল নগর গ্রামে গতকাল মধ্যরাত্রে ৫২ বছর বয়স্ক পরেশ সরকারকে অন্ধকারে মধ্যে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেললো এলাকাবাসী। পেশায় ছুতোর মিস্ত্রি পরেশ বাবু। লকডাউন এ মাঝে কর্মহীন হয়ে পড়ায় বেশ কিছুদিন যাবৎ কাঁচা আনাজ বিক্রি করতেন। সূত্রের খবর অনুযায়ী, পরেশ বাবু স্থানীয় একটি ওল চাষের জমি থেকে ওলের ডাটা কাটতে যান মাঝরাতে, তারপরেই ঘটে এই বিপত্তি। ওই এলাকার অনেক কৃষকেরই ফসল চুরি হচ্ছিল বেশকিছুদিন ধরে। স্বভাবতই ক্ষিপ্ত ছিল চাষীরা তবে তিনি যে নিয়মিত চুরি করতেন এ অভিযোগ করেননি গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে পরেশ বাবুর ভাই সুদেব সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। তার কাছ থেকেই ৩০ জনের নাম পাওয়া গেছে বলে জানা যায়। গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।