চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধোলাই, ঘটনায় মৃত্যু এক যুবকের। মৃত ব্যক্তির নাম বাসুদেব হালদার। গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে নিউটাউন গৌরাঙ্গনগর নতুনপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে খবর চারদিন আগে নিউটাউনের গৌরাঙ্গনগর নতুন পল্লী এলাকায় এক ব্যক্তির টোটোর ব্যাটারি চুরি হয়। সেই সন্দেহে এলাকারই বেশকিছু যুবক শুক্রবার ভোরে বাসুদেব হালদারের বাড়িতে যায়। বাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসে সঙ্গে তার পরিবারের সদস্যদেরও মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বাসুদেব হালদার এবং তার এক বন্ধু বিশ্বজিৎ মন্ডলকে পরিবারের সামনে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। পরিবারের সদস্যরা ঠেকাতে গেলে তাদেরকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপরে প্রতিবেশীদের সহযোগিতায় বাসুদেব হালদার কে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং পরে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাসুদেব হালদারকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ মন্ডলকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। ইতিমধ্যে তিনজনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।