মুর্শিদাবাদ ভগবানগোলা থানার পক্ষ থেকে চলতি সপ্তাহের দ্বিতীয় দিনেও লকডাউন কার্যকর করার জন্য সকাল থেকে চলে কড়া নজরদারি। ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি এর নেতৃত্বে প্রায় ১০ জনকে লকডাউন বিধি অপরাধে গ্রেফতার করা হয়। রাস্তায় যেন সাধারণ মানুষ কাজ ছাড়া না বেরোয় সেদিকে লক্ষ্য রাখে কঠোরভাবে। বাইরে থেকে আসা গাড়ি রাস্তার ধারে আটকে রাখা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ কি কাজে বেরিয়েছে তা ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরই তাদের ছাড়া হয়। যে সকল ব্যক্তি সঠিক উত্তর দিতে পারেনি তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এক কথায় বলতে গেলে চলতি সপ্তাহের দ্বিতীয় দিনেও কড়া নজরদারিতে মুর্শিদাবাদ।