পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার নগুরিয়া গ্রামে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল মাঝবয়েসী বাঘরোল।গ্রামবাসীদের অভিযোগ, দিন পনেরো ধরে এলাকায় বাঘের পায়ের ছাপের দেখতে পাওয়া যাচ্ছিল এবং একটি গরুকেও আঘাত করা হয় বলে দাবি তাদের।এরপর বিষয়টি পাঁশকুড়া বনদপ্তরে জানানো হয়।বনদপ্তরের কর্মীরা একটি খাঁচা দিয়ে গেলে গ্রামবাসীরা মুরগীর টোপ দিয়ে রাখে। গভীররাতে একগ্রামবাসী খাঁচাবন্দী করে মাঝবয়েশী প্রায় আড়াই ফুট লম্বা এই বাঘরোলটিকে। সকালে বনদপ্তরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। পাঁশকুড়া রেঞ্জের বনদপ্তরের এক আধিকারিক জানান, যে বাঘরোলটি উদ্ধার হয়েছে তার সামান্য আঘাত থাকায় চিকিৎসা করা হবে। তারপর তাকে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় পাঠানো হতে পারে। তবে গ্রামবাসীরা জানান, এলাকায় এখনো দু থেকে তিনটি বাঘরোল রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে আবারো খাঁচা পাতা হবে। এলাকায় এখনো আতঙ্ক রয়েছে। সকাল থেকে এই বাঘরোল দেখার জন্য ভিড় জমান বহু উৎসুক মানুষ।