এক গৃহ বধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলঘড়িয়া নয়াপল্লীর যতীনদাস নগরে। বেলঘড়িয়া থানার পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে। সন্ধ্যে ৫ টা নাগাদ পাড়ার লোকেরা জানতে পারে নন্দদুলাল সাহার স্ত্রী সোমালি সাহা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানিয় বাসিন্দারা বেলঘড়িয়া থানায় খবর দেয়। বেশ কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পাড়ার স্থানীয় ক্লাবে আসেন তার স্ত্রী। পাড়া-প্রতিবেশীদের অভিযোগ ওই গৃহবধূকে গলায় ফাস দিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামি। কারণ ওই গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো ছিল না।