লক ডাউনের মধ্যে বাড়িতে ১৬ দিনের শিশু, স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে লকডাউনের জেরে আটকে, নেই বাসস্থানের উপযোগী বাড়ি, সেইসঙ্গে না খেয়ে দিন কাটছিল পরিবার নিয়ে। এবার সেই পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং তাদের জন্য নতুন বাড়ি তৈরি করে দিল একটি সংস্থা। নদীয়ার হাসখালি থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, নদীয়ার হাসখালি থানা এলাকার এক গৃহবধূ ১৬ দিনের শিশু সহ আরও দুটি সন্তান নিয়ে একাই বাড়িতে থাকতেন। স্বামী বেশ কয়েক মাস আগে কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছেন। কিন্তু লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি। কাজও বন্ধ হয়ে রয়েছে। অজ্ঞতা প্রায় না খেয়ে দিন কাটছিল ওই গৃহবধূর। অন্যদিকে যে বাড়িতে তিনি থাকতেন সেটিও বাসস্থানের অনুপোযোগী। এই খবর পৌঁছায় হাসখালি থানা এলাকার নেতাজি ইউথ ফোর্স নামে একটি সংস্থার কাছে। তারা ওই গৃহবধূ কাছে গিয়ে শিশুদের জন্য বেবি ফুড, ওষুধ এবং খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে নতুন একটি ঘর তৈরি করে দেন। এই সংস্থাটি এই প্রথম নয় এর আগেও যারা অনুপোযোগী ঘরের বাস করতেন তাদের জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছেন।