রবিবার সকাল থেকেই ভ্যাবলা মার্কেটের সামনে গাড়ির লম্বা লাইন। আনলক ওয়ান থেকে রাস্তায় কাজের তাগিদে বেরিয়ে পড়েছেন মানুষজন। এদিকে করোনা আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। বসিরহাটেও যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার পরেও হেলদোল নেই মানুষের। প্রশাসনের সোশ্যাল ডিস্ট্যান্স না মেনেই পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে মানুষজন।