নিউটাউনের আবারো পথদুর্ঘটনা। বক্স ব্রিজে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ইনোভা গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ গিয়ে গাড়ি টিকে আটক করে।পুলিশ সূত্রে খবর,গতকাল মধ্যরাতে নিউটাউনের দিক থেকে একটি ইনোভা গাড়ি সল্টলেকের দিকে যাওয়ার সময় নিউটাউন ব্রিজের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ গেলে দেখতেপায় শুধু গাড়িটি পরে আছে, চালক সহ গাড়িতে থাকা ব্যক্তি পালিয়েছে। চালকসহ গাড়িতে দুজন ব্যক্তি ছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।