গঙ্গায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক নাম। ব্যক্তির নাম শম্ভু হালদার । ঘটনাটি ঘটেছে ফরাক্কা বেনিয়াগ্রাম অন্তর্গত রগুনাথপুর এলাকায়। সূত্রের খবর সোমবার ভোর ৩ টের সময় ৪জন মিলে গঙ্গায় মাছ ধরতে যায়। গঙ্গার জলে জাল ফেলতে গিয়ে জলের তলায় জাল চলে যায়।সেই জাল টানতে গিয়েই গঙ্গার জলে পড়ে যায় শম্ভু হালদার। তারপর গঙ্গা তল্লাশি চালিয়ে ৪ ঘন্টার পর দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বেনিয়াগ্রাম হসপিটালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে এবং পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।