ত্রিপল না পেয়ে ক্ষতিপূরণের তালিকা চেয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ, গেটে তালা ও রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার তৃণমূল পরিচালিত রনঘাট গ্রাম পঞ্চায়েতে এলাকায়। তাদের দাবি আমফানের পরে ২১ দিন কেটে গেলও মেলেনি ত্রিপল, ক্ষতিপূরণের তালিকা জানাচ্ছেন না প্রধান। তালিকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ জনতা পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে গেটে তালা দিয়ে দেয় এবং হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কের রনঘাট গ্রাম পঞ্চায়েতের সামনে অবরোধ শুরু করে বাসিন্দারা। কিছুক্ষণ অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে প্রাথমিক পর্যায়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। পরবর্তীতে পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৪৫ মিনিট পরে পঞ্চায়েত অফিসের গেটে তালা খুলে তারা। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা হলে দুদিন পরে ক্ষতিপূরণের তালিকা দেওয়া হবে বলে জানায় বিক্ষোভকারীরা। রনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ রায় জানিয়েছেন চারজনের কমিটি এদিন পরিদর্শনে যাওয়ার মুখে আন্দোলনকারীরা তাকে পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে গেটে তালা দিয়ে দেয়। ৪৫ মিনিট পরে গেট খুলেছে বলে জানিয়েছেন তিনি। ট্রিপল না পাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানতে পারার পর স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ত্রিপল দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।”