কোভিড সংক্রমণ রুখতে এবার তৎপরতা গ্রহন করল কান্দি ব্লক প্রশাসন । সোমবার সকাল থেকে কান্দি পঞ্চায়েত সমিতি ও কান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মধুনিয়া উল্লাপাড়া ICDS সেন্টারে সোমবার করোনা রেপিড এন্টিজেন টেস্ট ক্যাম্প করা হয়। প্রায় একশো জনের নমুনা সংগ্রহ করে হয়েছে এই শিবির থেকে। মুর্শিদাবাদ জেলাতে দৈনিক বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্ত সংখ্যা। তাই কান্দি ব্লকের বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের ব্যাবস্থাপনায় শিবির করে সাধারন মানুষের এই রেপিড এন্টিজেন টেষ্ট করা হবে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কমার্ধ্যক্ষ গৌরব চ্যাটার্জি ও কান্দি গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আধিকারিক ডাঃ উজ্জ্বল চন্দ্র।