পশ্চিম বর্ধমান : রেশনের চাল পাচার হওয়ার আগেই কাঁকসার ২ নং কলোনির বাসিন্দারা চাল ভর্তি টোটো আটকে দেয়।জানা গেছে মঙ্গলবার সকালে কাঁকসার ২ নং কলোনি হয়ে চাল ভর্তি টোটো পানাগড় এর দিকে যাচ্ছিল। সেই সময় ওই এলাকার মানুষদের নজরে আসে। টোটো চালককে জিজ্ঞাসা করলে চালক বলে এই চাল বীরভূমের ইলামবাজার এক চাল ব্যাবসায়ী গোডাউন থেকে পানাগড়ের এক ব্যবসায়ী কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানায় পুলিশ। পুলিশ উদ্ধার করে চালের বস্তা। টোটো সহ চালক ও কাঁকসার চাল ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। কাঁকসা থানার পুলিশ পুরো ঘটনা ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।