রামপুরহাট মহুকুমা প্রশাসনের পক্ষ থেকে পালিত হলো ৭৪তম স্বাধীনতা দিবস। সকাল 9 টা নাগাদ পতাকা উত্তোলন করেন মাননীয়া মহুকুমা শাসক শ্বেতা আগারওয়াল। পতাকা উত্তোলনের পর রাষ্ট্রীয় সেলুট প্রদান করা হয় মহুকুমা পুলিশের পক্ষ থেকে। জাতীয় সংগীত পরিবেশন এবং মহুকুমার করোনা যোদ্ধাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় রামপুরহাট মহুকুমার তরফ থেকে। যাদের সম্বর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে রয়েছেন মহুকুমার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এবং রামপুরহাট পৌরসভার দুজন সানিটাইজেসন কর্মী পল্টন শেখ ও বিবেক দাস। মহুকুমা শাসক শ্বেতা আগারওয়াল জানান, রামপুরহাট মহুকুমায় ডাক্তার, নার্স,ও পৌরসভার সাফাই কর্মী থেকে সানিটাইজার কর্মীরা যেভাবে রাতদিন পরিশ্রম করে করোনার সঙ্গে লড়াই করে গেছে আজকের দিনে তাদের কাছে নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যেভাবে নিজেদের জীবনের পরোয়া না করে লড়াই করে গেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের এই লড়াইয়ের ফলে আজ করোনা পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উদযাপন করছে গোটা দেশ। প্রতি বছর এই দিনে বিভিন্ন অনুষ্ঠান করা হলেও এবছর করোনা পরিস্থিতিতে কোনো অনুষ্ঠান করা হয়নি মহুকুমা প্রশাসনের পক্ষ থেকে।
