শুভঙ্কর অধিকারী : দেশের স্বার্থে তাঁরা সব সময় এগিয়ে এসেছেন, দেশবাসী র সুরক্ষায় তাঁরা সব সময় রয়েছেন। দেশে র বিপদে তাঁরা নিজেদের প্রানের ঝুকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই বীর সেনারা আবার ও দেশে র কঠিন সময় আরও একবার জানান দিলেন আমরা সবসময় দেশে পাশে আছি । করলেন নজীর বিহীন কাজ, নিজেদের এক দিনের বেতন মোট ৩৩ কোটি ৮১ লক্ষ টাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ।দেশ সহ গোটা পৃথিবী যখন করোনা নামক এক বিভীষিকা ভাইরাস এ আক্রান্ত হচ্ছে, ভেঙে পড়ছে দেশ গুলির আর্থিক ক্ষমতা ঠিক তখন ই আমদের দেশের বীরেরা (সি আর পি এফ) সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স আবার ও জানান দিল আমরা আছি ।
সি আর পি এফ এর প্রত্যেক সদস্যরা প্রায় তাঁদের নিজেদের একদিন এর বেতন দিয়ে দিলেন দেশ বাসীর স্বার্থে, সি আর পি এফ এর ডিরেক্টরেট জেনারেল এপি মাহেস্বারি সই করা এই চেক তুলে দেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে । তাঁদের এই পদক্ষেপ কে কুর্নিশ জানিয়েছেন অনেকেই ।