নদিয়াঃ শনিবার বিকেলে পি পি কিট পড়ে মৃতদেহ কবর স্থানে সমাধি দিয়ে যাওয়াকে কেন্দ্র করে করোনা আতংক ছড়ালো।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া শ্রীনাথপুর কবরস্থানে।এলাকা বাসীর অভিযোগ পাশেই একটি খেলার মাঠে স্থানীয় যুবকেরা খেলাধুলা করেন।তা সত্তেও আমাদের না জানিয়ে দুই ব্যাক্তি পি পি কিট পড়ে এসে কোনরকম মৃতদেহ কবর দিয়ে চলে যায়।ফলে ওই মৃতদেহ ঘিরে সকলের মধ্যে আতংক সৃস্টি হয়েছে।জানা কায় গত ৫ দিন আগের ওই মৃতদেহ কবর স্থানে এনে এইভাবে তাদের কাজ করে চলে যায়। এরপর স্থানীয় পাড়াপ্রতিবেশি হিন্দু মুসলিন সকলে একত্রিত হয়ে রাতেই রানাঘাট থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কতৃপক্ষ তাদের কথা শুনতে চান নি।এই ঘটনায় স্থানীয়দের দাবী এখন করোনা আতংক তাই আমরাও ভিতসন্ত্রস্ত।সেই কারনে আমাদের সকলের দাবী ওই মৃতদেহ কবর দিয়ে যাবার পর দুর্গন্ধ বেড়োচ্ছে ফলে এই সংকটময় পরিস্থিতিতে রোগব্যাধি ছড়ানোর আশংকা করছেন তারা।তাই অবিলম্বে পুলিশ প্রশাসনের এই বিষয়টি দেখা উচিত।
