এবার করোনায় আক্রান্ত উসেইন বোল্ট। কয়েকদিন আগেই জামাইকায় জন্মদিনের পার্টি করেছিলেন বোল্ট। জানা যাচ্ছে সেই জন্মদিনের পার্টিতেই সংক্রমতি হয় বিশ্ব চ্যাম্পিয়ান। তবে এবার প্রশ্ন উঠছে আইপিএলের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে নিয়ে। কারন জানা যাচ্ছে বোল্টের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিস গেইলও। গত শনিবার করোনা পরীক্ষা করায় তার রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরে করোনার সংক্রমনের কোনো উপসর্গ ধরা পরেনি। আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন বোল্ট। বোল্টের রিপোর্ট পজেটিভ জানার পরই ২ বার ধরে গেইল নিজের করোনা পরীক্ষা করান৷ তবে সোশ্যাল মিডিয়ায় গেইল জানান তাঁর রিপোর্ট দু’বারই নেগেটিভ এসেছে৷