কোভিড ১৯ সংক্রমণ ঠেকাতে টানা কয়েক মাস লক ডাউন চলে কেন্দ্র সরকারের নির্দেশে। পরে আবার রাজ্য সরকারের নির্দেশে আগষ্ট মাস থেকে সাপ্তাহিক দুই দিন করে লক ডাউন শুরু হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন নিন্মবিত্ত মানুষেরা। তাদের মধ্য কেউ গামছা বিক্রি করেন, কেউ ঔষধ পত্র বিক্রি করেন। কেউ আবার রিক্সা টেনে দৈনিক অর্থ উপার্জন করেন। কান্দি মহকুমা ফেরিওয়ালা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ব্যবসা একেবারেই চলছে না। লকডাউন এর সময়ও তারা ব্যবসা করতে পারিনি। তবে এখন আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় এখন তারা ব্যবসা করতে এসেছে বিভিন্ন গ্রাম থেকে কান্দি শহরে। কিন্তু সাধারণ মানুষ তাদের কাছ থেকে জিনিস কিনতে চাইছে না। তাদের দাবি শুধুমাত্র তারা সরকারের কাছ থেকে আর পাঁচটা মানুষের মতনই রেশন পাচ্ছে কিন্তু অন্য সাহায্য পাচ্ছে না। তারা এও বলেন সরকার যেন তাদের দিকে দৃষ্টিপাত করে। না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন ।