কলকাতা : দক্ষিণ দমদম পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি। কারোনাতে আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি দমদম আইএলএস হাসপাতালে ডায়ালিসিস করতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই ওই এলাকার কাউন্সিলর অমিত পোদ্দার এবং দমদম থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কনটেনমেন্ট জন বলে ঘোষণা করা হয়েছে এলাকা। ওই এলাকার মানুষজনকে জানানো হয়েছে তারা যেন বাইরে না বের হয়। পৌরসভার পক্ষ থেকে তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া হবে।