করোনা যুদ্ধে জয় করে শনিবার বিকেলে বাড়ি ফিরলেন নদিয়ার রানাঘাট পুরসভার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা জয় বর্মন।এদিন তিনি বাড়িতে তার এলাকায় ফিরতেই তাকে সংবদ্ধনা দেবার জন্য পাড়াপ্রতিবেশি থেকে রানাঘাট পুরসভার চেয়ারম্যান পার্থ সারথী চ্যাটার্জী সহ ডাক্তার স্বাস্থ্যকর্মী সকলেই উপস্থিত ছিলেন।জানাগেছে জয় বাবু গত ৭ দিন আগে করোনা উপসর্গ নিয়ে কভিড হাসপাতালে ভর্তি হন।তিনি জানান স্বাস্থ্য পরীক্ষার জন্য কোন অসুবিধা হয় নি।রানাঘাটের চেয়ারম্যান পার্থ সারথী চ্যাটার্জী তাকে পুস্প স্তবক দিতে সংবদ্ধনা জানানোর পাশাপাশি সজাগ সচেতন করে বলেন জয় বর্মনদের রানাঘাট বাজারে একটি দোকান আছে তাও তিনি খুলতে পারবেন।নামে জয় আর করোনাকে জয় করে বাড়ি ফেরাই এই প্রথম রানাঘাটবাসী গর্বিত। সুত্রের খবর রানাঘাট ১৭নম্বর ওয়ার্ডে নবপল্লীর বাসিন্দা ৪২বছর বয়স চেন্নাই তে থাকতেন। কর্মসূত্রে বাড়ি ফিরে আসার পর গত ১লা জুন তার সোয়াব টেস্ট হয় ৩রা জুন তার কোরোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ৪ জুন তাকে নদিয়ার কল্যাণী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।