কলকাতা ওড়িশা থেকে এবার কলকাতায় টীম এল মেডিকেলের সামনে গাছ উদ্ধারে By Bhoomitv - May 25, 2020 0 0 Facebook Twitter Pinterest WhatsApp ReddIt Email Telegram LINE আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই।এবার ওড়িশা থেকে কলকাতায় এল একটি টীম। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় গাছ উদ্ধার করে ।এরপর সমস্ত জনজাল সরিয়ে রাস্তা পরিষ্কার করে।