আমপান ঝড়ের পর পনেরো দিন কেটে গেছে। তবে এখনও এলাকায় বিদ্যুৎ কর্মীদের দেখা পাওয়া যাচ্ছে না। কাজ করার আশ্বাস দিলেও এখন কাজ করতে আসছে না তারা। এই পরিস্থিতিতে বিদ্যুৎ-এর দাবিতে বুধবার সকালে গাইঘাটার ঠাকুরনগর রামচন্দ্রপুর রোডে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। বিক্ষোভকারীদের দাবি, আজ ১৫ দিন এলাকা বিদ্যুৎ বিছিন্ন। ঠিকা কর্মীরা কাজ করার আশ্বাস দিলেও কাজে আসছে না। অবিলম্বে কাজ শুরু না হলে তারা রাস্তা থেকে হাটবেন না। দরকার হলে তারা আগামি দিনে আরো বড় আন্দোলনে নামবেন বলে জানান বিক্ষোভকারীরা।