কলকাতায় রান্নার গ্যাসের দাম কমল পয়লা সেপ্টেম্বর থেকে। ভর্তুকিবিহীন ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৬২০.৫০ টাকা। গত মাসের তুলনায় দামের খুব একটা পরিবর্তন হয়নি তবে মাত্র ২ টাকা কম হয়েছে। যেখানে আগষ্ট মাসে গ্যাসের দাম ৫০ পয়সা ও এক টাকা বৃদ্ধি হয়েছিল। যেহেতু, লকডাউনের শুরুতে সব কিছুর দাম ঊর্ধবমুখী হয়েছিল তাই এটি সাধারণ মানুষের পক্ষে অনেকটাই অসুবিধা জনক হয়ে উঠেছিল।
