করোনা আবহে সম্পূর্ণ হল না কান্দির রাধাবল্লব জিউর মন্দিরের রাধা অষ্টমী পূজো। জানা গেছে এই দিন বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন এবং নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। তবে অন্যান্য বছর নরনারায়ন সেবা, হরিনাম সংকীর্তন দল এবং নগর পরিক্রমা করা হয় কিন্তুু এবছর তা করা সম্ভব হয়নি। মন্দির কর্তৃপক্ষের প্রধান পুরোহিত জানিয়েছেন করোনা মহামারী এবং সাধারণ মানুষের কথা ভেবেই এবছর সবকিছু বন্ধ রাখা হয়েছে। বুধবার রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে করোনার বিরুদ্ধে যাতে আমরা লড়াই করতে পারি সেই জন্যই এই বিশেষ পূজার আয়োজন করা।
