ঋণ জালিয়াতি কাণ্ডে পলাতক নীরব মোদী ও মেহুল চোকসির প্রায় ১৩৫০ কোটি টাকার সম্পত্তি পুনরুদ্ধার করে দেশে ফেরাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতিতে অভিযুক্ত হিসেবে দেশ ছাড়ার সময় দুবাইতে উক্ত সম্পত্তি এরা পাচার করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পুনরুদ্ধার করা ১০৮ টি বাক্স ভর্তি গয়নার মধ্যে ৩২ টি নীরব মোদীর এবং বাকি গুলো মেহুল চোকসির। ২৩৪০ কেজির এই মোট সম্পত্তির মূল্য বাজারে প্রায় ১৩৫০ কোটি টাকা। গত বছর ব্রিটেন থেকে নীরব মোদীকে গ্রেফতার করার পর তিনি এখন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ার্ডসওয়ার্থ জেলে রয়েছেন। গত ১১ ই মে তাঁর বন্দি প্রত্যার্পণ মামলার শুনানি শুরু হয় এবং রায় বেরোনোর আগেই এই বিপুল অর্থের সম্পত্তি দেশে ফেরানোটা এনফোর্স ডাইরেক্টরেটের একটি সাফল্য হিসেবে প্রশংসিত হচ্ছে। সম্পর্কে নীরব মোদীর মামা ও আরেক পলাতক মেহুল চোকসি রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্তিগুয়াতে। তাঁকেও ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
