হাতেগোনা কয়েকটা দিন তার পরেই সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র ঈদ উৎসব। ঈদ উৎসবের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাথার উপরে কালো অসহায় মেঘের ছায়া। লকডাউন ও আমফানের জেরে ঈদ উৎসবের আগে মিষ্টিমুখ করতে পকেটে টান সাধারণ অসহায় মানুষের। এবার শান্তিপুর পৌরসভার সদ্য মেয়াদ শেষ হওয়া ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পৌর পরিষদ সদস্য শাজাহান শেখের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে সিমুই ও চিনি বিতরণ করা হয়। ওই ওয়ার্ডের প্রায় ৬৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একেই লকডাউনে ঘরবন্দি মানুষ, তার উপর ঘূর্ণিঝড় আমফানের জেরে জেরবার জনজীবন। এই পরিস্থিতিতে আসন্ন ঈদ উপলক্ষে মিষ্টিমুখ করার সরঞ্জাম পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ মানুষ।