বৃহস্পতিবার আলুর দাম বৃদ্ধির কারন খতিয়ে দেখতে সিঙ্গুর রতনপুর আলুর আরতে হানা জেলা কৃষি বিপনন দফতর ও পুলিশ প্রশাশন। আলুর দাম নিয়ন্ত্রন করতে গত ২৮শে আগষ্ট নবান্নে একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়। তাতে এক সপ্তাহের মধ্যে আলুর দাম খুচরো বাজারে ২৫ টাকা করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পার হয়ে যাবার পর ও আলুর দাম না কমায় বাজার খতিয়ে দেখতে রতনপুর আরতে চলছে অভিযান।