শুক্রবার বসিরহাটের সন্দেশখালিতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। রয়েছেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আর কে দুবে ও সমীরণ সাহা। জেলা প্রশাসনের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে, বসিরহাট জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো, সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান সহ রাজ্যের সেচ বিভাগের আধিকারিকরা। এদিন সকাল সাড়ে দশটায় ধামাখালিতে প্রথমে বৈঠক করেন তাঁরা। তারপর সন্দেশখালি ১ ও ২নং ব্লকের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যায়। গত কাল বৃহস্পতিবারই সন্দেশখালি পরিদর্শনে আসেন রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই শুক্রবার কেন্দ্রের প্রতিনিধি দল। কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে এদিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের ৪ প্রতিনিধিদল। উল্লেখ্য, এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে বসিরহাটের বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন। এপর্যন্ত আমফানে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮।