আমফান ঝড়ে হুগলির বৈদ্যবাটী চকমৌজা এলাকায় চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বোরধান, তিল সহ বিভিন্ন সবজি ফসলে ক্ষতির ফলে চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা। লকডাউনের জেরে বোরধান কাটতে পারছেন না তারা, মাঠের ধান মাঠেই পরে আছে। লোক পাওয়া যাচ্ছে না ধান কাটার। ক্ষতি হয়েছে গবাদিপশুরও। বোরধানের জমিতে জমেছে জল। আদতে জমির ধান ঘরে তুলতে পারবে কিনা সে নিয়ে চিন্তায় চাষিরা। তিল জমি দেখলে মনে হবে কেউ কালো কালি ছড়িয়ে দিয়েছে। প্রায় সব তিল জমির মধ্যেই নষ্ট হয়ে গেছে। শুকিয়ে গেছে তিল জমি। সব উচ্ছে জমিতে গাছ লাল হয়ে গেছে। হয়নি উচ্ছের ফলন। চাষীদের দাবি সরকারি কোন সাহায্য মেলেনি। টাকা ঋণ নিয়ে জমি চাষ করে ছিলেন। কি করে সেই ঋণ মেটাবে সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে বৈদ্যবাটী চকমৌজার চাষিদের। চকমৌজায় কয়েকশো বিঘায় চাষ হয় ধান, সবজি সহ বিভিন্ন ফসলের। পরবর্তী কালে চাষের জমিতে চাষ করবে কি না তা নিয়ে চিন্তা করছেন চাষিরা।