আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আর কয়েক ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন আমফান।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় প্রবল বেগে এই আমফান নামক ঘূর্ণিঝড় দেখা দেবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কড়া সতর্ক বার্তা। মঙ্গলবার সকাল থেকে সাগর থানার পুলিশ প্রশাসন সমুদ্রতীরে বসবাসকারী ও মৎস্য জীবীদের নিরাপদে থাকা ও ঝড়ের সতর্কতার পরামর্শ দেন।পাশাপাশি বঙ্গোপসাগরের তীরবর্তী বকখালি এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষদের সতর্ক করান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন।
