৬টি রাজ্য আবেদন সুপ্রিম কোর্টে। ১৭ই আগস্ট সুপ্রিম কোর্টের ঘোষিত পরীক্ষার সূচী পুর্নবিবেচনার আবেদন করেছিল ৬টি রাজ্য। কিন্তু শুক্রবার তা বাতিল করলেন সর্বোচ্চ আদালত। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্যগুলির সেই আবেদন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ আদালত আগেই মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার আয়োজনে হস্তক্ষেপ করতে অস্বীকার করে।
