রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল থেকেই রাজভবনে রাজ্যপাল জাগদীপ ধনকার নিজে উদ্যোগেই তিনি এবং তার সস্ত্রীক সহ ব্যায়াম সারলেন। এদিন রাজ্যপাল জানান এই যোগ দিবসে ব্যায়াম মাধ্যমে সাধারণ মানুষকে একটাই বার্তা যাতে শরীর সুস্থ স্বাভাবিক রাখতে প্রত্যহ দরকার ব্যায়াম করা এবং তা নিয়মিত করতে হবে সেই বার্তা নিয়ে দিন তাই রাজভবনে যোগ দিবস উপলক্ষে ব্যায়াম সারলেন তিনি।।