টাকির জালালপুরে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। জানা যায়, রবিবার রাত দশটা নাগাদ টাকির জালালপুরের জোড়া সুইচগেট নিকট ডিউটি চলাকালীন নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের থুতনির তলায় গুলি করে নিজেই আত্মঘাতী হন এই বিএসএফ কর্মী। মৃতের বাড়ি গুজরাটে। বছর খানেক আগেই টাকিতে পোস্টিং-এ আসে। টাকির জালালপুর ৮৫ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পের কর্মরত জওয়ান ছিলেন তিনি।বাড়িতে বাবার সাথে পারিবারিক অশান্তির জেরে এ ঘটনা বলে মনে করছেন বিএসএফ কর্মীরা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে বডি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে।