বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়নক দুর্ঘটনার স্বীকার হল অন্ধপ্রদেশের চিত্তুর জেলা। সেখানে অ্যামোনিয়া গ্যাস লিক করায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সূত্রের খবর, চিত্তুরের বন্ধ পল্লী গ্রামে একটি ডেয়ারি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। তবে মৃত্যুর কোনো খবর এখনো পাওয়া যায় নি। যারা অসুস্থ হয়েছেন তারা প্রত্যেকেই মহিলা। কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অ্যামোনিয়া গ্যাস লিক করার সঠিক কারণ এখনো জানা যায় নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান দুগ্ধ কতৃপক্ষের গাফিলতি তে এই ঘটনা। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
