করোনা ভাইরাসের কারণে এবার সব কিছুর চিত্রটাই যেন অন্য রকম। তাই এবার স্বাধীনতা দিবসও পালন করা হবে বেশ আঁটোসাঁটো ভাবে। স্বাধীনতা দিবসের উদযাপনে পুলিশ ও সশস্ত্র বাহিনীর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। লালকেল্লায় সেনাবাহিনী,নৌসেনা বায়ুসেনা ও দিল্লি পুলিশের সব আধিকারিকদের জন্য নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মহড়া সেরেই তাঁদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে তাঁদের পরিচারক, রাঁধুনি ও চালকদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ অনেক গুরুত্বপূর্ন ব্যক্তিত্বরা থাকবেন বলে জানা গেছে। ফলে সেই মতই আগাম সতর্কমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে খুব সংখ্যক মানুষই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই উপলক্ষেই রাজধানীকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার মোড়কে।