আমরণ অনশনে বসেছেন ওয়েস্টবেঙ্গল মাল্টিপারপাস হেলথ কর্মীরা।গতকাল থেকে চার দফা দাবিতে সিউড়ি স্বাস্থ্য দপ্তরের সামনে অনশনে বসেছেন হেলথ কর্মীরা। মঙ্গলবার তাদের অনশনের দ্বিতীয় দিন। ২০১২ সালের পর দীর্ঘ ৯ বছর তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। তাদের দাবি,অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে, সাথে দীর্ঘ ৯ বছরের বকেয়া বেতন প্রদান করতে হবে, নির্দিষ্ট পে স্কেলে বেতন দিতে হবে এবং এক বছরে ট্রেনিং প্রদান করতে হবে। অনশনকারীদের দাবি, বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও সব সময় তাদের সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়। অথচ অন্যান্য কন্টাক্টচুয়াল কর্মীরা যে সুবিধা পান সেই সুবিধাও তারা পান না। তাই সরকারের তরফ থেকে কোনো লিখিত অর্ডার না আসা পর্যন্ত তারা অনশন করবেন,জানান হেলথ কর্মীরা।