অত্যাধুনিক স্যানিটাইজার মেশিন তুলে দেওয়া হল বসিরহাট থানার পুলিশের হাতে। পা দিয়ে চাপ দিলেই এই মেশিন থেকে বেরোবে লিকুইড স্যানিটাইজার। এর আগে সাধারণত হাত দিয়ে প্রেস করতে হতো স্যানিটাইজার মেশিনে। তার ফলে ওই হাত দিয়ে প্রেস করার জায়গা থেকে করনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। সেই কথা মাথায় রেখে বসিরহাটের কৈলাস পিইউজি মিল ওয়ার্কস কম্পানি নামে একটি সংস্থার কর্মীরা বাদ দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে এই অত্যাধুনিক স্যানিটাইজার মেশিন তৈরি করেছে। বুধবার সেই সেনিটাইজার মেশিন তুলে দেয়া হয় বসিরহাট থানার পুলিশের হাতে। তারা আগামী বেশ কয়েক দিন ধরে এই মেশিন তৈরি করে বিভিন্ন রকম সরকারি দপ্তরে ও স্কুল-কলেজে তারা বিতরণ করবে বলে জানিয়েছে।