উত্তরপাড়ার লরেন্স স্ট্রীটের বাসিন্দা,বছর চুয়াল্লিশ এর পীজূষকান্তি ঘোষাল পেশায় ব্যবসায়ী। ব্রেন টিউমার নিয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন ইন্সিটিউট অফ নিউরো সায়েন্স মল্লিকবাজার। কিন্তু জানা যায় শুক্রবার রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রেন ডেথ এর কারণে। এই ঘটনার পরেই তাঁর পরিবার অঙ্গদান এর সিদ্ধান্ত নেন। রবিবার থেকে শুরু হয় এই প্রক্রিয়ার কার্যকলাপ। সেই দিন বিকেলের মধ্যে বিশেষ প্রতিনিধি দল এসে নিয়ে যায় তার অঙ্গপ্রত্যঙ্গ গুলি। অস্ত্রপ্রচার করার পর তার ফুসফুস চলে যায় কলকাতা বিমান বন্দর থেকে হায়দ্রাবাদে। ১৯ কিলোমিটার এর রাস্তা মাত্র ১৩ মিনিটে পোঁছে যায়। অন্য দিকে, কলকাতার এসএসকেএম হাসপাতালে চলে যায় তাঁর কিডনি ও ত্বক। তার সাথে শঙ্কর নেত্রালয়ে পৌঁছে যায় ব্যক্তির কর্নিয়া। পীজূষকান্তি ঘোষাল অন্যের মধ্যে বেঁচে থাকুক সেই কারণে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তার পরিবার। তাঁদের এই মহৎ কাজ অন্যকে উৎসাহিত করবে বলে মনে করেন তাঁদের প্রতিবেশীরা। চিকিৎসকরা মনে করছেন তাঁর অঙ্গদান দ্বারা অনেক মানুষ জীবন পাবে। ছেলে আর ফিরবে না তবে তার অঙ্গ অন্যকে বাঁচিয়ে রাখবে এটাই প্রাপ্তি। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।