নিজস্ব সংবাদদাতা : নদিয়া সারাদেশ জুড়ে যখন লক ডাউন এর পাশাপাশি এ রাজ্যের থাবায় করোনা আতংকে ঘরবন্দি সাধারন মানুষ।নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া মানিকতলায় মংগলবার “অগ্রনী ফাউন্ডেশন ” এবং সাংবাদিক কমল দত্তের প্রচেস্টায় ওই এলাকার দুঃস্থ গরীব মানুষজনদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী। রাজ্যে যখন সংকটময় পরিস্থিতি ঠিক সেই সময় বিভিন্ন জায়গায় চলছে মানুষের পাশে দাড়ানো ও তাদের সাহায্যের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সরকারের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে।রানাঘাট আনুলিয়া মানিকতলায় বেশির ভাগ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ বসবাস করেন।তাদের মধ্যে বেশির ভাগ লোকের বাড়ি পরিচারিকার কাজ করেন।ফলে নটা দিন তারা কোন কাজ কর্ম করে অর্থ উপার্জন করার পাশাপাশি খাদ্য সংকটে ভুগছিলেন।ঠিক সেই সময় অগ্রনী ফাউন্ডেশন ও সাংবাদিক কমল দত্তের যৌথ উদ্যোগে গরীব অসহায় মানুষজনের পাশে দাড়ালেন।
এদিন নিয়ম শৃখলা মেনে প্রায় ৫০ জনের হাতে চাল,আলু,বিস্কুটের প্যাকেট,হাত ধোবার সাবান তুলে দেওয়া হয়। এদিন সামাজিক এই কাজে ব্রতী হয়েছিলেন ওই এলাকার সমাজ সচেতন মানুষ শিক্ষক গোপেশ্বর চ্যাটার্জি, শ্যাম ঘোষ সহ অনেকে।ফলে স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষজন।অন্যদিকে খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি সকল মানুষজনকে সজাগ সচেতনের পাশাপাশি বার বার অনুরোধ করা হয় বাড়ি থেকে বেড়োবেন না,দুরত্ব বজায় রেখে জরুরী কাজ করুন।এবং সব সময় সাবান দিয়ে হাত ধোবার পরামর্শ দেওয়া হয়।
1 thought on “অগ্রনী ফাউন্ডেশন ” এবং সাংবাদিক কমল দত্তের প্রচেস্টায় দুঃস্থ মানুষজনদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী”